বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী কোম্পানির নাম ফাঁস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৫০

সংগৃহীত

গাজায় ইসরায়েলের গণহত্যায় পরোক্ষভাবে সহায়তা করার অভিযোগ উঠেছে পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইট্রো-কেম–এর বিরুদ্ধে। ফিলিস্তিনপন্থী আন্তর্জাতিক বেশ কয়েকটি সংগঠনের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রভিত্তিক অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর কাছে উল্লেখযোগ্য পরিমাণ ট্রিনিট্রোটলুইন (টিএনটি) সরবরাহ করেছে। পরে এসব টিএনটি ব্যবহৃত হয়েছে সামরিক গোলা, বোমা ও গ্রেনেড তৈরিতে, যা পরবর্তী সময়ে ইসরায়েলের কাছে রপ্তানি হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনটি দিয়েছে ‘পিপলস এমবার্গো ফর প্যালেস্টাইন’, ‘প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্ট’, ‘শ্যাডো ওয়ার্ল্ড ইনভেস্টিগেশনস’ এবং ‘মুভমেন্ট রিসার্চ ইউনিট’। প্রতিবেদনে উল্লেখ করা হয়—ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো জোটের মধ্যে পোল্যান্ডই একমাত্র বৃহৎ টিএনটি উৎপাদনকারী দেশ। এই টিএনটি-ই বহুল ব্যবহৃত এমকে–৮০ সিরিজের এয়ার–ড্রপড বোমা এবং শক্তিশালী ব্লু–১০৯ পেনিট্রেটর বোমায় ব্যবহার হয়।

প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্টের সংগঠক নাদিয়া তান্নুস আল–জাজিরাকে বলেন, “এই প্রতিবেদন স্পষ্টভাবে দেখাচ্ছে যে নাইট্রো-কেম এবং পোল্যান্ড সরকার গণহত্যার সরবরাহ চেইনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে টিএনটির কোনো দেশীয় উৎপাদন নেই। দেশটির আমদানিকৃত টিএনটির ৯০ শতাংশই আসে পোল্যান্ড থেকে। পাশাপাশি নাইট্রো-কেম নাকি সরাসরি ইসরায়েলের কাছেও টিএনটি ও অন্যান্য বিস্ফোরক বিক্রি করেছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন, গাজায় ইসরায়েল যে হামলা চালাচ্ছে তা গণহত্যামূলক, এবং জেনোসাইড কনভেনশনের অধীনে সব দেশকে তাদের আইনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তারা। নতুন প্রতিবেদনটিকে পোল্যান্ডের ভূমিকা— “লক্ষাধিক ফিলিস্তিনির হত্যাকাণ্ডে অংশগ্রহণকে আরও স্পষ্টভাবে তুলে ধরে”—বলে মন্তব্য করেছেন নাদিয়া তান্নুস।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top