ইরান বাংলাদেশের জন্য নিযুক্ত করলো প্রথম সুন্নি মুসলিম রাষ্ট্রদূত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৫:৪৬
ইরান বাংলাদেশে নিযুক্ত করেছে তার প্রথম সুন্নি মুসলিম রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদীকে। বুধবার (১৯ নভেম্বর) তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করেন। এ পর্যন্ত ইরানের রাষ্ট্রদূতদের মধ্যে বাংলাদেশে কোনো সুন্নি মুসলিম রাষ্ট্রদূত নিযুক্ত হয়নি।
সংবাদমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, জলিল রহিমি ইরানের ১৪তম সরকারের প্রথম সুন্নি মুসলিম রাষ্ট্রদূত। ইরানের জনগণের বেশিরভাগই শিয়া মুসলিম। জলিল দুইবার ইরানের সংসদ সদস্য ছিলেন এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনেও দায়িত্ব পালন করেছেন।
এদিন আয়ারল্যান্ডে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত ইসাব আল-হাবিবও আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করেন। ঢাকায় এসে দায়িত্ব পালনের বিষয়সমূহ সম্পর্কে নতুন রাষ্ট্রদূতকে নির্দেশনা দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ইতিহাস উল্লেখ করে বলা হয়, ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনের আগে ইরান বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
দ্বিপাক্ষিক সম্পর্ক কেবল ধর্মীয় ঐক্যে সীমাবদ্ধ নয়; বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে ইরান বাংলাদেশের চা, চামড়া ও পাটজাত পণ্য আমদানিতে আগ্রহী। বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্যে জ্বালানি, বিশেষ করে পেট্রোলিয়ামজাত পণ্য একটি বড় অংশ দখল করে। এছাড়া দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ও আন্তর্জাতিক ইসলামিক ফোরামে দুই দেশের অভিন্ন অবস্থান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। ইরান বাংলাদেশের অবকাঠামো নির্মাণ, জ্বালানি সরবরাহ ও কৃষি উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সাংস্কৃতিক ক্ষেত্রে ফার্সি ভাষা ও সাহিত্যও বাংলাদেশের সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে প্রভাব ফেলে আসছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।