বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

লালমনিরহাটে ড্রেন খুঁড়তে গিয়ে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৭:১০

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ড্রেন খনন কাজ চলাকালে পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকার ডা. আব্দুল আজিজের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে গ্রেনেডটি উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ খেতে ড্রেন কাটার সময় মাটির নিচে সন্দেহজনক একটি বস্তুর সন্ধান পান ডা. আজিজ। কাছে গিয়ে দেখেন এটি গ্রেনেড সদৃশ বস্তু। পরে তিনি সেটি তুলে বাড়িতে নিয়ে আসেন এবং পরিবারের লোকজনসহ এলাকাবাসীকে দেখান। সন্দেহজনক মনে হলে তারা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ১৯৭১ সালের পরিত্যক্ত গ্রেনেড। বিধি মোতাবেক গ্রেনেডটি পরবর্তীতে নিস্ক্রিয় করা হবে। আপাতত এটি থানায় নিরাপদে সংরক্ষণ করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top