বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

নারায়ণগঞ্জ-বগুড়ায় তারেকের জন্মদিনে দোয়া

তারেক রহমানের ৬১তম জন্মদিন: দোয়া ও কোরআন বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৬:৪৫

সংগৃহীত

আজ ২০ নভেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি জন্মগ্রহণ করেন।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিবর্তে, নেতাকর্মীরা মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি মিলাদ ও দোয়ার আয়োজন করে। সেখানে খালেদা জিয়া, তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। একইসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।

বাউফল উপজেলা ছাত্রদল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে এবং গাজীপুরের শ্রীপুর উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান মূলত ১৯৯১ এবং ২০০১ সালের নির্বাচনে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন।

তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীরা কেক কাটা বা উৎসব থেকে দূরে থেকে এবার দোয়া ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমেই দিনটি পালন করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top