বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

বিএনপি নেতা সাইফুল ইসলাম পটু’র মৃত্যুতে তারেক রহমানের শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৭:০৪

সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার এই অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ এক শোকবার্তায় তারেক রহমান মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, সাইফুল ইসলাম পটু একজন নিষ্ঠাবান, দেশপ্রেমিক, সাহসী ও বলিষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে নেতাকর্মীদের নিকট সুপরিচিত ছিলেন।

শোকবার্তায় আরও বলা হয়, পটু সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি সাহসিকতার সাথে লড়াই করে গেছেন। তারেক রহমান শোকাহত পরিবার-পরিজনদের মতো তিনিও গভীরভাবে সমব্যথী বলে জানান।

তারেক রহমান মরহুম সাইফুল ইসলাম পটু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top