বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

ভারতের বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করলো পাকিস্তান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৬:৩৪

সংগৃহীত

পাকিস্তান নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচলের নিষেধাজ্ঞা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এ সংক্রান্ত নোটিশ বৃহস্পতিবার এয়ারম্যানদের কাছে জারি করেছে।

নোটিশে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকবে ভারতে নিবন্ধিত সব বিমান, ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন, পরিচালিত ও লিজকৃত বিমান। এছাড়াও পাকিস্তানের আকাশসীমার ওপর দিয়ে কোনো ভারতীয় সামরিক বিমানও উড়তে পারবে না। নিষেধাজ্ঞাটি গত ১৯ নভেম্বর থেকে কার্যকর এবং ২৪ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী সংঘর্ষের পর থেকে দুই দেশের মধ্যে বিমান চলাচলের ওপর একাধিকবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে ভারতীয় এয়ারলাইন্সগুলো উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে। এয়ার ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, পাকিস্তানের আকাশসীমার ব্যবহার না করতে পারায় জ্বালানি খরচ ২৯ শতাংশ বেড়েছে এবং কিছু গন্তব্যে যাত্রার সময় ৩ ঘণ্টার বেশি বৃদ্ধি পেয়েছে। এয়ার ইন্ডিয়া সরকারের কাছে চীনের শিনজিয়াং প্রদেশের ওপর দিয়ে উড়ার অনুমতি চেয়ে লবিং করছে। ইন্ডিগোসহ অন্যান্য ভারতীয় এয়ারলাইন্সও একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়াও, পাকিস্তান নিজেও এ নিষেধাজ্ঞার কারণে আকাশসীমা ব্যবহার থেকে অর্থনৈতিক আয় থেকে বঞ্চিত হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top