বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

তত্ত্বাবধায়ক সরকার ফেরা নিয়ে অ্যাটর্নি জেনারেলের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৮:০৫

সংগৃহীত

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণার পর এই রায়কে স্বাগত জানালেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এই রায়ের ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলো।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে রায় দেন। অ্যাটর্নি জেনারেল বলেন, এর ফলে 'মানুষ নিজের ভোট নিজে দিতে পারবেন, ভোট দিনের বেলায় হবে এবং মৃত মানুষ ভোট দিতে পারবেন না।' তার মতে, দেশ এখন 'গণতান্ত্রিক মহাসড়কে' হাঁটা শুরু করেছে।

সংক্ষিপ্ত রায়ে, তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের রায়কে 'ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত' উল্লেখ করে তা সম্পূর্ণ বাতিল করা হয়।

এই রায়ের ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত সংবিধানের চতুর্দশ খণ্ডের ২-এ অধ্যায় সক্রিয় ও পুনরুজ্জীবিত হলো। তবে, এটি কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে।

অ্যাটর্নি জেনারেল আরও উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, তা নিয়ে পরবর্তী সংসদ আলোচনা করে চূড়ান্ত করবে। আদালতের এই ঐতিহাসিক রায়ের পূর্ণাঙ্গ ব্যাখ্যা পরে প্রকাশিত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top