গণভোট আইন আসছে: জাতীয় নির্বাচনের দিনই গণভোট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৩৭
জাতীয় সংসদ নির্বাচনের দিনই বহুল আলোচিত গণভোট অনুষ্ঠিত হওয়ার যে ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন, তার জন্য আইন প্রণয়নের সময় জানালেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আজ, বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নিশ্চিত করেন যে, সরকার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যেই গণভোট আইন তৈরি করবে।
এর আগে, গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং একই দিন গণভোট আয়োজন করা হবে।
গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট 'হ্যাঁ' সূচক হলে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই পরিষদ তাদের প্রথম অধিবেশন শুরুর ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কারের পরই উচ্চকক্ষ গঠন করা হবে।
একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে তা প্রক্রিয়াটিকে আরও উৎসবমুখর ও সাশ্রয়ী করবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এখন পুরো দেশের নজর এই নতুন আইনের দিকে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।