শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

ইরানে রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ, নিহত অন্তত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৫:১৬

সংগৃহীত

ইরানে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অসন্তোষের জেরে বিক্ষোভের ধারা এখন রাজতন্ত্র পুনরুদ্ধার ও রেজিম পরিবর্তনের দাবিতে রূপ নিয়েছে। ডিসেম্বরের শেষ থেকে চলা আন্দোলন ১১০টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে অন্তত ৩৬ জন নিহত ও হাজারের বেশি গ্রেপ্তার হয়েছে।

প্রতিবাদকারীরা রাস্তায় ব্যারিকেড তৈরি, আগুন জ্বালানো এবং মূর্তি ভাঙার ঘটনা ঘটিয়েছেন। নিরাপত্তা বাহিনী লাইভ ফায়ার, টিয়ার গ্যাস ও শটগান ব্যবহার করে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করছে।

সুপ্রিম লিডার আলি খামেনি প্রতিবাদকে “দাঙ্গা” বলছেন, অন্যদিকে নির্বাসিত শাহজাদা রেজা পাহলভি সমর্থন জানিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এবারের আন্দোলন শুধুমাত্র সংস্কারের নয়, পুরো রেজিম পরিবর্তনের দাবিতে কেন্দ্রীভূত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top