যুক্তরাষ্ট্রে ৫৪ শতাংশ বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয়: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৪:৪৯
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৫৪ শতাংশ বাংলাদেশি পরিবার দেশটির সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা গ্রহণ করে থাকে—এমন দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা গ্রহণকারী অভিবাসী পরিবারগুলোর একটি পরিসংখ্যান প্রকাশ করেন। ওই পোস্টে তিনি অভিবাসী পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা এবং আবাসনসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির তথ্য তুলে ধরেন।
ট্রাম্পের প্রকাশিত পরিসংখ্যানে বিশ্বের ১২০টি দেশ ও অঞ্চলের অভিবাসী পরিবারগুলোর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ থাকলেও ভারতকে তালিকার বাইরে রাখা হয়েছে। তবে ভারতকে কেন অন্তর্ভুক্ত করা হয়নি—সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে ভুটানি অভিবাসী পরিবারগুলো সবচেয়ে বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করছে। পরিসংখ্যান অনুযায়ী, ভুটানি পরিবারগুলোর ৮১ দশমিক ৪ শতাংশ সরকারি সহায়তার আওতায় রয়েছে। এরপর রয়েছে ইয়েমেনি পরিবার—৭৫ দশমিক ২ শতাংশ এবং সোমালি পরিবার—৭১ দশমিক ৯ শতাংশ।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে আফগানিস্তানের ৬৮ দশমিক ১ শতাংশ, পাকিস্তানের ৪০ দশমিক ২ শতাংশ এবং নেপালের ৩৪ দশমিক ৮ শতাংশ পরিবার মার্কিন সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচি থেকে উপকৃত হচ্ছে বলে পরিসংখ্যানে উল্লেখ করা হয়।
ট্রাম্পের এই মন্তব্য ও পরিসংখ্যান ঘিরে অভিবাসন নীতি এবং সরকারি সহায়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।