মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র শীতে ১৪ জনের মৃত্যু, লক্ষাধিক বাড়ি বিদ্যুৎবিহীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:২৪

সংগৃহীত

যুক্তরাষ্ট্রে টানা তুষারঝড় ও তীব্র শীতের কারণে এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের ৮ লাখ ৬০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন রয়েছে।

গত সোমবার (২৬ জানুয়ারি) এবিসি নিউজ জানিয়েছে, ইলিনয়েস, ওহাইও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসিসসহ ১৫টি অঙ্গরাজ্যের বড় অংশ ঢেকে গেছে পুরু তুষারে। মধ্য আটলান্টিক রাজ্য এবং ক্যারোলাইনাসে তুষারপাতের সঙ্গে বরফমিশ্রিত বৃষ্টিও শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যেই শীতকালীন সতর্কতা জারি করেছে। দেশটির ১৮ কোটি ৫০ লাখ মানুষ সতর্কতার আওতায় পড়েছেন।

প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা হবে না। জনগণকে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, শীত ও তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত রয়েছে। বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থার বরাতে জানা গেছে, রবিবার একদিনে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এটি করোনার পর যুক্তরাষ্ট্রে একদিনে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হওয়ার ঘটনা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top