শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর রাফা ক্রসিং খুলবে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:২৬
গাজায় অবশিষ্ট শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হলে মিশরের সঙ্গে গাজার একমাত্র সীমান্তপথ রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল। রোববার রাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। খবর জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপেই রাফা ক্রসিং খোলার কথা ছিল। তবে ইসরায়েল শর্ত দেয়, জীবিত জিম্মিদের মুক্তির পাশাপাশি নিহত জিম্মিদের মরদেহও ফেরত দিতে হবে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত সব জিম্মিকে ফেরত দেওয়া হয়েছে। কেবল ইসরায়েলি পুলিশ কর্মকর্তা রান গভিলির মরদেহ এখনো উদ্ধার হয়নি। তাকে উদ্ধারের লক্ষ্যে গাজার উত্তরাঞ্চলে বিশেষ অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা।
নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, মরদেহ উদ্ধার হওয়ার পর রাফা ক্রসিং সীমিত আকারে খুলে দেওয়া হবে। প্রাথমিকভাবে এটি শুধু পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে এবং পুরো প্রক্রিয়াটি ইসরায়েলের কঠোর নজরদারিতে পরিচালিত হবে।
রাফা ক্রসিং গাজার প্রায় ২০ লাখ মানুষের জন্য বাইরে যাতায়াতের একমাত্র পথ। ২০২৪ সাল থেকে গাজার দিকের অংশটি ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে ইসরায়েল আরও সেনা প্রত্যাহার করবে এবং হামাস গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ ছেড়ে দেবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।