রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ভারতে করোনার বিধিনিষেধ বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ১৯:২৯

ভারতে করোনার বিধিনিষেধ বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত

চলতি বছরের নভেম্বর মাসেও ভারতে বহাল থাকবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোভিড বিষয়ক বিধিনিষেধের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়।

এর আগে ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ মেনে কোভিড-বিধিনিষেধের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের ১০(২)(১) ধারা অনুযায়ী করোনা সংক্রান্ত এই বিধিনিষেধ জারি করে সংশ্লিষ্ট রাজ্যগুলোকে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

উল্লেখ্য, ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয় ৭৩৩ জনের। এর মধ্যে ৬২২ জনের মৃত্যু হয়েছে কেরলে। এছাড়া মহারাষ্ট্র ৩৮, কর্ণাটক ১৩, তামিলনাড়ু ১২ এবং পশ্চিমবঙ্গে ১৫ জনের মৃত্যু হয়। বাকি রাজ্যগুলোয় ১০ এর নিচে মৃত্যু সংখ্যা।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top