• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পাকিস্তান থেকে জঙ্গিবিমান কিনছে আর্জেন্টিনা

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:২৩

পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার মডেলের ফাইটার জেট

পাকিস্তানের কাছ থেকে জেএফ-১৭ থান্ডার মডেলের ফাইটার জেট কিনছে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। প্রাথমিকভাবে এই মডেলের ১২টি জঙ্গিবিমান কেনার জন্য খসড়া বাজেটের অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তান টুডে এমন খবর দিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, জঙ্গিবিমান কিনতে ২০২২ সালের খসড়া বাজেটে প্রায় ৬৪ কোটি ৪০ লাখ ডলার সমপরিমান অর্থ বরাদ্দ দিয়েছে আর্জেন্টিনা সরকার। যা ইতোমধ্যে দেশটির জাতীয় পার্লামেন্টে উপস্থাপিত হয়েছে।

গেল কয়েক বছর ধরে বেশ কয়েকটি দেশ থেকে যুদ্ধবিমান কেনার চেষ্টা চালিয়ে আসছে আর্জেন্টিনা। তবে সামর্থ্য অনুসারে দরদামে সামঞ্জস্য না হওয়ায় তা চূড়ান্ত করতে পারেনি দেশটি। জেএফ-১৭ থান্ডার হচ্ছে এক ইঞ্জিন বিশিষ্ট জঙ্গিবিমান। চীন-পাকিস্তান যৌথভাবে নির্মিত প্রতিটি বিমানের প্রায় ৬০ভাগ পাকিস্তান তৈরি করে এবং বিমানটি চূড়ান্তভাবে পাকিস্তানেই সংযোজিত হয়।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top