রাকসু নির্বাচন পেছালো, অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর

আজিজুল ইসলাম | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২

ছবি: সংগৃহীত

রাজার্শাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংগঠন রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, নির্বাচনের দিন এখন ১৬ অক্টোবর।

আগে এই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল ২৫ সেপ্টেম্বর, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি উপর হামলার প্রতিবাদে শিক্ষক ও কর্মচারীদের চলমান আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। গত দুদিন ধরে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ শাটডাউন পালন করছে। সোমবারও শিক্ষক ও কর্মচারীরা ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন চালিয়েছেন।

এদিকে, রাকসু নির্বাচনের প্যানেল প্রার্থীরা এবং ইসলামী ছাত্রশিবির মনোনীত প্রার্থীরা নির্বাচন পিছানোর দাবিতে নির্বাচন কমিশনার বরাবর স্মারক লিপি প্রদান করেন।

সন্ধ্যায় রাকসু ভবনে নির্বাচন কমিশনারদের এক জরুরি সভা শেষে নির্বাচন পুনঃনির্ধারণ করা হয়। নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ১৬ অক্টোবর।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top