শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

নানা আয়োজনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ২০:০০

সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করেছে। এ উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও ইরানি চলচ্চিত্র প্রদর্শনসহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এর আগে সকাল সাড়ে ১০টায় আবাসিক হলসমূহে জাতীয় ও হল পতাকা উত্তোলন করেন নিজ নিজ হলের প্রাধ্যক্ষরা।

উপাচার্য অনুষ্ঠানের উদ্বোধনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন। এরপর তিনি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর উপাচার্য প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

কেক কাটা শেষে উপাচার্যের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, বিভিন্ন দপ্তর, হল, ল্যাবরেটরি, স্কুল অ্যান্ড কলেজ এবং শিক্ষক ও ছাত্র সংগঠন অংশগ্রহণ করে। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়, যেখানে উপাচার্যসহ অন্যান্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষাবিদ ও ছাত্রসংগঠনের নেতারা অংশ নেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top