নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির সঙ্গে সফল বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ২০:৫২
নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। বৈঠকটি নিয়ে ট্রাম্প তার নিজের মালিকানাধীন ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে ছবি পোস্ট করে এই খবর নিশ্চিত করেন।
কয়েক মাস ধরে প্রকাশ্যে একে অপরের প্রতি তীব্র বাক্যবাণ ব্যবহার করলেও, বৈঠকের শেষে দুজনেই হাস্যজ্জল ছিলেন এবং একে অপরের প্রতি সম্মান প্রকাশ করেছেন। দুইজনই শহরের অপরাধ দমন এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দেন।
ট্রাম্প বলেন, “মামদানির জয় অপ্রত্যাশিত হলেও, তিনি খুব ভালো কাজ করতে সক্ষম। তিনি এমন একজন, যিনি সত্যিই নিউইয়র্ককে মহান দেখতে চান।” তিনি আরও প্রতিশ্রুতি দেন, নিউইয়র্ককে শক্তিশালী এবং নিরাপদ করতে তিনি মামদানিকে সমর্থন করবেন।
মামদানিও বৈঠককে ফলপ্রসূ আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “প্রেসিডেন্টের সঙ্গে একযোগে কাজ করতে পেরে আমি আনন্দিত। আমরা শহরের জীবনযাত্রার ব্যয় কমাতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সফলভাবে কাজ করতে পারব।”
দুই নেতা যদিও রাজনৈতিকভাবে সম্পূর্ণ ভিন্ন দর্শন পোষণ করেন—ট্রাম্প রিপাবলিকান এবং মামদানী বামপন্থী—তবুও তাদের অপ্রত্যাশিত সখ্যতা কিছু কট্টর সমর্থকদের হতাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈঠকে ট্রাম্প মামদানির প্রতি সমর্থন প্রকাশ করে একটি নতুন রাজনৈতিক সংযোগের ইঙ্গিত দিয়েছেন।
বৈঠক শেষে উভয় পক্ষই নিউইয়র্ক সিটিকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করার জন্য একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।