শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, নির্বাচনের বিকল্প নেই: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ২০:৫১

সংগৃহীত

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনকে ঘিরে দেশে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি। এটি তৈরি করতে রাজনৈতিক দলগুলোকে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। শনিবার বিকেলে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই নির্বাচন হতে হবে। নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না।”

জামায়াতের ইতিবাচক রাজনৈতিক এজেন্ডার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তাদের দল জাতির সামনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ব্যস্ত—কারো বিরুদ্ধে মন্তব্য করা বা জবাব দেওয়ার সময় তাদের নেই।

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “পিআর বাস্তবায়ন জনগণের স্বার্থেই দরকার। আমরা ক্ষমতায় গেলেও এ পদ্ধতি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তবে নির্বাচনের দিন গণভোট চাই না, কারণ তা হলে জেনোসাইডের সম্ভাবনা তৈরি হতে পারে।”

চট্টগ্রামকে ঐতিহাসিকভাবে ‘ইসলামাবাদ’ নামে উল্লেখ করে তিনি বলেন, এই নগরী স্বাধীনতার ঘোষণার স্থান। দেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার সময় এসেছে, তবুও সঠিকভাবে সুযোগ কাজে লাগানো হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে জাতি প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। দুর্নীতি, সম্পদ লুট এবং দুর্বল নেতৃত্বের কারণে দেশ পিছিয়ে আছে। শিল্প উৎপাদনের ঘাটতি ও সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর দুর্বলতাও তিনি উল্লেখ করেন।

২০২৪ সালের নির্বাচনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ’২৪-এর এ সুযোগ হারাতে চাই না। এ সুযোগ গোটা জাতির জন্য। জনগণের হাতে জনগণের অধিকার তুলে দিতেই আমাদের লড়াই।”

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় নির্বাচনের দাবি বাস্তবসম্মত নয়। তার ভাষায়, তিনি কোনো দলের বিজয় চান না, বরং চান জনগণের বিজয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে যোগ দিতে চট্টগ্রামে যান ডা. শফিকুর রহমান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top