শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

বুটেক্সের প্রথম সমাবর্তন ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৫:১১

সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ৩২ থেকে ৪৪তম ব্যাচের গ্র‍্যাজুয়েট শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

সমাবর্তন আয়োজন ও প্রস্তুতি নিয়ে আলোচনা করতে আগামী ২৯ নভেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নিবন্ধিত গ্র‍্যাজুয়েট প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।

রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা বলেন, “দীর্ঘদিন পর বুটেক্সের প্রথম সমাবর্তন আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। যদিও নির্ধারিত সময়ে এটি আয়োজন সম্ভব হয়নি, আমরা বিভিন্ন কমিটি গঠন করেছি যাতে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। শনিবার গ্র্যাজুয়েটদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে সমাবর্তন প্রস্তুতি আরও শক্তিশালী হবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top