বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

ঢাবির অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাসের অকাল মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৮:৩৩

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) আহ্বায়ক অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস বুধবার (৭ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সুন্দরবন সফরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের একাডেমিক রিট্রিট অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন এবং জাহাজেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে ছাড়াও অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অধ্যাপক আতাউর রহমান ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। সহকর্মীরা তাকে কর্তব্যপরায়ণ, বিনয়ী ও শিক্ষার্থীদের সঙ্গে হাসিমুখে মিশতে সক্ষম হিসেবে স্মরণ করেন।

মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন শোক প্রকাশ করেছে। ঢাবির শিক্ষক সংগঠন ইউট্যাব, জাতীয়তাবাদী ঢাবি সাদা দল ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।

অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

 

এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top