সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন

এফ আই রানা | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, ১৮:০৬

ছবি: সংগৃহীত

বৃহত্তর উত্তর জনপদের মেধাবী মুখ, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কৃতি সন্তান ড. মমিনুল ইসলাম মমিন যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ পাওয়ায় তাকে সংবর্ধনা জানিয়েছে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়।

ড. মমিন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ললিতারহাট এলাকার বাসিন্দা। তিনি নয় ভাই-বোনের মধ্যে ষষ্ঠ। পারিবারিকভাবে সবাই প্রতিষ্ঠিত হলেও ড. মমিনই প্রথম রংপুর বিভাগ এবং বাংলাদেশের ৪৬তম ব্যক্তি হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ লাভ করেন।

তিনি পড়াশোনার পাশাপাশি একজন সফল শিক্ষানুরাগী হিসেবেও সুপরিচিত। ড. মমিন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে ফুল ফ্রি স্কলারশিপে বিবিএ সম্পন্ন করেন। এরপর টেইলার্স ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে আইনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জিওমেটিকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল বিজনেস বিষয়ে অধ্যয়ন করবেন।

শিক্ষাক্ষেত্রে অবদানের অংশ হিসেবে তিনি বিভিন্ন আন্তর্জাতিক কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। সর্বশেষ খুলনায় একটি আন্তর্জাতিক মানের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) ইসলামী আদর্শ বিদ্যানিকেতনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মমিন। তিনি শিক্ষার গুরুত্ব ও প্রসার নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষার ফলাফল উপজেলা পর্যায়ে সেরা হলেও অবকাঠামোগত দুর্বলতা দেখে বিস্ময় প্রকাশ করেন।

বিদ্যালয়টিকে আধুনিক ও মানসম্মত করতে তিনি মেন্টাল হেলথ সাপোর্ট, টিচিং ট্রেনিং, অ্যাটেনডেন্স অ্যাওয়ার্ড চালু, প্রতি বছর দুইজন শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান এবং অবকাঠামোগত উন্নয়নে তাৎক্ষণিকভাবে তিন লাখ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল ইসলাম, অধ্যাপক আতাউর রহমানসহ এলাকার শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top