সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

৩০০ কি.মি. রিকশা চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন ৭৫ বছরের বৃদ্ধ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, ১৬:১৩

ছবি: সংগৃহীত

স্ত্রী অসুস্থ, হাতে টাকা নেই, তবু থেমে থাকেননি। ভারতের ওড়িশার সম্বলপুর জেলার মোদিপাড়া গ্রামের ৭৫ বছর বয়সী বাবু লোহা পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী জ্যোতিকে চিকিৎসার জন্য পায়ে চালিত রিকশায় করে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। তার এই লড়াই অনেকের কাছে হয়ে উঠেছে ত্যাগ ও ভালোবাসার এক বিরল উদাহরণ।

স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর স্থানীয় চিকিৎসকেরা জ্যোতিকে উন্নত চিকিৎসার জন্য কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু চরম আর্থিক সংকটে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করার সামর্থ্য ছিল না বাবু লোহার। শেষ পর্যন্ত নিজের রিকশাকেই ভরসা করেন তিনি। পুরোনো কুশন দিয়ে রিকশার ভেতর সামান্য আরামদায়ক ব্যবস্থা করে নয় দিন ধরে প্যাডেল চালিয়ে স্ত্রীকে হাসপাতালে পৌঁছান। দিনে চলতেন, রাতে পথের ধারের দোকান বা খোলা জায়গায় বিশ্রাম নিতেন।

কটকে প্রায় দুই মাস ধরে চিকিৎসা চলার পর ১৯ জানুয়ারি তারা বাড়ির পথে রওনা হন। কিন্তু ফেরার পথে চৌদওয়ার এলাকায় একটি গাড়ির ধাক্কায় রিকশাটি দুর্ঘটনায় পড়ে। এতে জ্যোতি আবার গুরুতর আহত হন এবং তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. বিকাশ শুধু চিকিৎসাই করেননি, ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও দেন, যাতে দম্পতি নিরাপদে বাড়ি ফিরতে পারেন।

বাবু লোহা বলেন, “আমাদের আর কেউ নেই। আমরা শুধু একে অপরের।”

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই বলছেন, এই যাত্রা শুধু এক দম্পতির সংগ্রামের গল্প নয়—এটি গ্রামীণ ভারতের স্বাস্থ্যসেবা সংকট, দারিদ্র্য এবং মানবিক দৃঢ়তার বাস্তব প্রতিচ্ছবি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top