মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

নীলফামারীতে নিজ বাড়ির সামনে গৃহকর্তা খুন

নীলফামারী থেকে | প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ০২:২১

নীলফামারীতে নিজ বাড়ির সামনে গৃহকর্তা খুন

নীলফামারীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিজ বাড়ির সামনে হোসেন আলী যাদু (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছে। সে শহরের নীলকুঞ্জ পাড়ার সৈয়দ আলীর ছেলে।

শনিবার (১০ জুলাই) ভোর ৪টার দিকে ঘটনাটি ঘটেছে। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ বাড়ির প্রবেশ দ্বারে কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই গৃহকর্তা হোসেন আলী যাদু নিহত হন। তার বাম হাতের কনুইয়ে একাধিক আঘাতের চিহৃ দেখা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, দুই ছেলে ও এক ছেলের স্ত্রীকে থানায় নিয়ে আসে পুলিশ।

নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, মরদেহের শরীরে ছুরির আঘাতের চিহৃ দেখা গেছে। আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি ছুরিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top