সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

শুটিংয়ে গুরুতর আহত ইমরান হাশমি, অস্ত্রোপচারের পরও কাজে ফিরলেন অভিনেতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৩

সংগৃহীত

২০২৫ সাল বলিউডের জন্য একদিকে যেমন সাফল্যের, অন্যদিকে তেমনি শোক ও দুঃসংবাদের বছর হয়ে উঠছে। একের পর এক খারাপ খবরে যখন মন ভারী, ঠিক তখনই নতুন করে উদ্বেগ বাড়াল অভিনেতা ইমরান হাশমিকে ঘিরে আসা দুর্ঘটনার খবর। রাজস্থানে সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এই বলিউড তারকা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাজস্থানে ‘আওয়ারাপন ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন ইমরান হাশমি। একটি উঁচু স্থানে অ্যাকশন দৃশ্য ধারণের সময় হঠাৎ তার পেটের পেশি ছিঁড়ে যায়। আঘাতের মাত্রা এতটাই গুরুতর ছিল যে, শরীরের ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়।

ঘটনাটি বুঝতে পেরে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় অভিনেতার। অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার কড়া নির্দেশ দেন।

তবে পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করে বিশ্রাম না নিয়ে কাজে ফেরার সিদ্ধান্ত নেন ইমরান হাশমি। তার অনুপস্থিতিতে শুটিং বন্ধ থাকলে প্রযোজনা সংস্থার বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল। সেই বিষয়টি মাথায় রেখেই চিকিৎসকদের পরামর্শ মেনে সীমিতভাবে শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে, পেটে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শারীরিক অস্বস্তি সত্ত্বেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করছেন ইমরান হাশমি। জানা গেছে, শুটিংয়ের ফাঁকে ফাঁকে তিনি বিশ্রাম নিচ্ছেন এবং কঠোর ডায়েট ও নিয়মিত ওষুধের মধ্যেই আছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top