বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী আফসান আরা বিন্দু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৪২
দেশের জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু সৌন্দর্য ও অভিনয় দক্ষতার মাধ্যমে একসময় দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। তবে ২০১৪ সালের অক্টোবরে পারিবারিক আয়োজনে বিয়ের পর থেকেই তিনি ধীরে ধীরে অভিনয়জগৎ থেকে দূরে সরে যান। দীর্ঘদিন আড়ালে থাকার কারণে তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন চলছিল। অবশেষে সেসব নিয়ে প্রকাশ্যে কথা বললেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি দেশীয় গণমাধ্যমের পডকাস্টে অংশ নিয়ে দাম্পত্য জীবন প্রসঙ্গে মুখ খোলেন বিন্দু। সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানান, তার বিবাহবিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদের সময় সম্পর্কে তিনি বলেন, ২০২২ সালেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সম্পর্কের ইতি ঘটে।
সামাজিক মাধ্যমে নিজের বৈবাহিক অবস্থা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে বিন্দু বলেন, আনুষ্ঠানিকভাবে বিষয়টি আগে না জানানোর কারণেই অনেকেই এখনো তাকে বিবাহিত মনে করেন। তবে তিনি পরিষ্কার করে জানান, বর্তমানে তিনি বিবাহিত নন।
সংসারজীবনের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন, দাম্পত্য সময় খুব দীর্ঘ না হলেও বিচ্ছেদের আগে দীর্ঘ সময় আলাদা থাকতে হয়েছে। ২০১৭ সাল থেকেই তারা পৃথকভাবে বসবাস করছিলেন। বিচ্ছেদের কারণ জানতে চাইলে তিনি তা প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেন। অন্য একজনের জীবনের সঙ্গে বিষয়টি জড়িত উল্লেখ করে সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তার কথা মাথায় রেখেই তিনি নীরব থাকতে চান বলে জানান।
অভিনয় থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে বিন্দু বলেন, এতে কোনো চাপ বা বাধ্যবাধকতা ছিল না। সংসারে সময় দেওয়ার জন্য নিজের ইচ্ছাতেই তিনি কাজ কমিয়ে দেন। তার ভাষায়, একজন সাধারণ মানুষের মতো পারিবারিক জীবন যাপন করার আকাঙ্ক্ষা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
২০১৪ সালের অক্টোবরে বিয়ের পর আনুষ্ঠানিকভাবে মিডিয়া থেকে সরে যান আফসান আরা বিন্দু। দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে একটি ম্যারাথনে তাকে দেখা গেলেও অভিনয়ে নিয়মিত ফেরা হয়নি। পরে ২০২২ সালে আরিফিন শুভর সঙ্গে ‘উনিশ২০’ সিনেমায় অভিনয় করলেও এরপর আর নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি।
উল্লেখ্য, ২০০৬ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন আফসান আরা বিন্দু। পরে নাটক ও চলচ্চিত্রে একের পর এক কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।