বিজয় দিবসে লিজার দেশাত্মবোধক গান ‘আমরা সবাই বাংলাদেশ’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৭
বিজয় দিবস উপলক্ষে জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার উদ্যোগে প্রকাশিত হয়েছে নতুন দেশাত্মবোধক গান ‘আমরা সবাই বাংলাদেশ’। ১৪ ডিসেম্বর লিজার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লিজা’-তে প্রকাশের পর থেকেই গানটি শ্রোতা-দর্শকের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আরটিভি ইয়াং স্টারের আরও ছয়জন শিল্পীর সঙ্গে লিজার কণ্ঠে গাওয়া এ গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা এবং মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। গভীর দেশপ্রেমের কথা, হৃদয়ছোঁয়া সুর, শিল্পীদের গায়কি ও নান্দনিক ভিডিও নির্মাণ—সব মিলিয়ে গানটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে।
এদিকে বছরের শেষপ্রান্তে এসে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন লিজা। গতকাল রাতে রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিনি। তবে আজ কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না এই শিল্পী। কারণ আজ তার জন্মদিন। দিনটি তিনি বাবা-মা, ভাই এবং একমাত্র কন্যা ইয়াশা খন্দকারের সঙ্গে ঘরোয়া পরিবেশে উদযাপন করছেন।
জন্মদিন উদযাপন শেষে আবারও টানা স্টেজ শোতে ব্যস্ত হয়ে পড়বেন লিজা। আগামী ২৩ ডিসেম্বর কক্সবাজার, ২৫ ডিসেম্বর টাঙ্গাইল, ২৬ ডিসেম্বর লক্ষ্মীপুর, ২৭ ডিসেম্বর ঢাকায় বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান এবং ৩১ ডিসেম্বর বগুড়ার মমইনে সংগীত পরিবেশন করবেন তিনি। এছাড়া নতুন বছরের শুরুতেও ধারাবাহিকভাবে বিভিন্ন স্টেজ শোতে অংশ নেবেন এই শিল্পী।
এ বিষয়ে লিজা বলেন,
“শুরুতেই আমার ভক্ত-দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমার উদ্যোগে প্রকাশিত দেশাত্মবোধক গান ‘আমরা সবাই বাংলাদেশ’ তারা ভীষণভাবে পছন্দ করেছেন। আমি বিশ্বাস করি, দেশের গান হিসেবে এটি দীর্ঘদিন বেঁচে থাকবে। বছরের শেষপ্রান্তে এসেও নিয়মিত স্টেজ শো করতে পারছি—এটা আমার জন্য আনন্দের। জন্মদিনে সবার কাছে দোয়া চাই, যেন সুস্থ থেকে সামনে আরও ভালো ভালো মৌলিক গান উপহার দিতে পারি।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।