• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মাদারীপুরে পাওয়া গেছে গ্যাসের সন্ধান

মাদারীপুর থেকে | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২১, ০১:৩০

মাদারীপুরে পাওয়া গেছে গ্যাসের সন্ধান

মাদারীপুরের রাজৈরে গভীর নলকূপ খননের সময় বের হচ্ছে গ্যাস। এতে জ্বলছে আগুন। যা দুইদিনেও বন্ধ হয়নি। বিষয়টি দেখতে ঘটনাস্থলে ভিড় করছেন হাজারো জনতা।

সরেজমিন গিয়ে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের মাহফুজ ফকিরের বাড়ির পেছনের দিকে নলকূপ বসানোর কাজ শুরু করেন তিনদিন আগে। মঙ্গলবার বিকেলে ৪টার দিকে নলকূপ নির্মানের জন্য ৯৭ ফিট গভীরে পাইপ প্রবেশ করাতে উঠতে আসতে শুরু করে গ্যাস।

বরাবর গ্যাস উঠা বন্ধ করতে ব্যর্থ হন নলকূপ শ্রমিকরা। এতে করে যতো মাটির নিচে পাইপ বসানোর চেষ্টা করে ততো করে পানির সাথে বের হয় গ্যাস। কিছুতেই নিয়ন্ত্রণ হচ্ছে না গ্যাস বের হওয়াতে এবং তা থেকে জ্বলছে আগুন।

এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে। পরে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিস। ভেজানো কাপড় দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন তারা। একাধিকবার চেষ্টার পরে একপর্যায়ে আগুন বন্ধ হয়ে যায়। পরে বুধবার ভোর থেকে আবারো আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন।

বিষয়টি দেখতে প্রতিনিয়তই ভিড় করছেন এলাকাবাসী। দুইদিনেও আগুন বন্ধ না হওয়ায় আতঙ্ক ছড়িয়ে এলাকারবাসীর মধ্যে। পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে, ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top