• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মাদারীপুর পৌর এলাকায় একজনও কোভিড-১৯ টিকা থেকে বাদ পড়বে না

মাদারীপুর থেকে | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২১, ২২:৪৯

মাদারীপুর পৌর এলাকায় একজনও কোভিড-১৯ টিকা থেকে বাদ পড়বে না -পৌর মেয়র মো: খালিদ

মাদারীপুরে পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিক একজনও কোভিড-১৯ টিকাদান কার্যক্রম থেকে বাদ পড়বে না। মাদারীপুর পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ বৃহস্পতিবার সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে মাদারীপুর পৌরসভার ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম এর অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ হরষিৎ বিশ্বাস এর সঞ্চালনায় অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার ২য় প্যানেল মেয়র ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: সাইদুল বাসার টফি, মাদারীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: এনায়েত হোসেন মৃধা উপস্থিত ছিলেন।

আরো ছিলেন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো: রাজীব মাহমুদ কাওসার, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো: রেজাউল করিম, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: সিদ্দিক তালুকদার, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হাই বেপারী, ২ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর বিনু আক্তার, মাদারীপুর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর ফাতেমা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,স্কাউট শিক্ষকগণ।

জানা যায়, ৭ আগস্ট সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ১ নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্র মাদারীপুর পৌরসভা কার্যালয়, ২ নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্রুগুরিয়া প্রাথমিক বিদ্যালয়, ৩ নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্র পুরাতন শহর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪ নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্র ডনোভান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ৫ নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্র কুলপদ্বি উচ্চ বিদ্যালয় ৬ নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্র মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়।

এছাড়া ৭ নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্র থানতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৮ নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্র চরমুগরিয়া ঈদগাহ সংলগ্ন বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৯ নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্র চরমুগরিয়া মহা বিদ্যালয় কেন্দ্রে ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিক জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের ফটোকপি জমা দিয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করবেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top