• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মাদারীপুরে উচ্ছ্বাস-আনন্দে নৌকাবাইচ উপভোগ করলো লাখো মানুষ

মাদারীপুর থেকে | প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ২১:০২

মাদারীপুরে উচ্ছ্বাস-আনন্দে নৌকাবাইচ উপভোগ করলো লাখো মানুষ

মাদারীপুরে উচ্ছ্বাস-আনন্দে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর (শুক্রবার) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামের পাখুল্লার বিল বাঘিয়ায় অনুষ্ঠিত হয় এ নৌকা বাইচ প্রতিযোগিতা।

মুজিব শতবর্ষ উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলায় উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেছেন স্থানীয় লোকজনসহ লক্ষাধিক মানুষ। শুক্রবার বিকেলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ২২ টি বাচারি নৌকাসহ ছোটবড় কয়েকশত নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিল্পপতি শাহীন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নৌকাবাইচ উপভোগ করতে দুপুর থেকেই বিল বাঘিয়ায় নৌকায় করে উৎসুক মানুষ জড়ো হতে থাকেন। নৌকা বাইচের দূরত্ব ছিল প্রায় দেড় কিলোমিটার। এ সময় বিলে মানুষের উপচে পড়া ভিড় ছিল। তাঁদের আনন্দ-উল্লাসে মুখরিত চিল চারপাশ। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি নৌকায় চেপে এ বাইচ প্রতিযোগিতা দেখভাল করেন ও সকলের সাথে শুভেচ্ছা জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাজাহান খান এমপি, স্থানীয় সাংসদ প্রতিনিধি রাজৈর আ ফ ম ফুয়াদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাহাবুদ্দিন সাহা, শিল্পপতি শাহীন চৌধুরী, মাদারীপুর মহিলা সংস্থার সাবেক ফরিদ ইয়াসমিন পল্লবী, সাবেক মহিলা চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, জেলা পরিষদ সদস্য জালালুর রহমান মোল্লা, আমগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু, খালিয়া ইউপি চেয়ারম্যান হামিদুল শাহআলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল খান, ফয়সাল মজিদ রাসেল, রিজন মিয়া, জিহাদুর রহমান সবুজসহ প্রমূখ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top