• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


১০ বছরেও চালু হয়নি মেহেরপুরের নতুন বাসস্ট্যান্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২, ২১:১৬

১০ বছরেও চালু হয়নি মেহেরপুরের নতুন বাসস্ট্যান্ড

১০ বছরেও চালু হয়নি মেহেরপুর বাসস্ট্যান্ড। শহরের ব্যস্ত সড়কেই রয়ে গেছে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ রুটে যাতায়াতকারী বাসসমূহের টিকিট কাউন্টার। ফলে সড়কের ওপর বাস দাঁড়িয়ে থাকায় শহরজুড়ে যানজট লেগেই থাকছে বেশিরভাগ সময়।

এদিকে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন বাসস্ট্যান্ড ভবনের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। সামান্য বৃষ্টিতেই ছাদ গড়িয়ে পানি পড়ছে ভেতরে। এছাড়া বিভিন্ন অবকাঠামো উদ্বোধনের আগেই বিনষ্টের পথে। বাসস্ট্যান্ডটি চালু করতে নতুন করে সংস্কার করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা।

মেহেরপুর পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৫ জুন মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দক্ষিণ পাশে ৮ দশমিক ৪০ একর জমির উপর মেহেরপুর পৌরসভা ইউজিআই প্রকল্পের আওতায় টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়। ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট, টার্মিনাল ভবন নির্মাণ, বাসস্ট্যান্ডের সম্মুখ ভাগে সীমানা প্রাচীর, পুলিশ বক্স ও রেস্টুরেন্ট নির্মাণ করা হয়। ২০১২ সালের দিকে বাসস্ট্যান্ডের নির্মাণ কাজ শেষ হয়। সে সময় থেকে বেশ কয়েকবার আলোচনা হলেও পরিবহণ মালিক- শ্রমিকদের বাঁধার কারণে চালু হয়নি এই স্ট্যান্ডটি।

মেহেরপুরের পৌরসভার বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন বছর দেড়েক আগে বাস টার্মিনাল চালুর উদ্যোগ নিলেও অদৃশ্য কারণে সেটিও বাস্তাবায়ন হয়নি। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের উপর বাস রাখার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। জানযট নিরসনে বাসস্ট্যান্ডটি চালু করতে বারবার পৌরসভাকে তাগিদ দিচ্ছে পুলিশ প্রশাসন।

ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই-১) ফেরদৌস হাসান বলেন, মেহেরপুর শহরের যানজট দূর করতে পূর্নাঙ্গভাবে নতুন বাসস্ট্যান্ডেটি চালুর বিকল্প নেই। মেহেরপুর শহরের রাস্তাগুলো কিছু কিছু জায়গায় খুবই সরু। লোকাল ও দূরপাল্লার বাসগুলো শহরের প্রাণ কেন্দ্রে অবস্থান করায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। বাসস্ট্যান্ডের চালু হলে বাস ও ইজিবাইকগুলোই শহরের বাইরে চলে যাবে। ফলে যানজট একেবারেই থাকবে না।’

মেহেরপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. গোলাম রসুল বলেন, বর্তমানে নতুন বাসস্ট্যান্ডটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। চারিদিকে সীমানা প্রাচীর না থাকায় বাস-ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। বৃষ্টির পানিতে জায়গায় জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। নতুন করে সংস্কার না করলে এটি চালু করা সম্ভব হবে না।’

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, ‘বাস স্ট্যান্ডটি চালু করতে এখনো প্রয়োজন ইয়ার্ড, লাইটিং ও সারফেস ড্রেনসহ, সীমানা প্রাচীর ও ভনটির সংষ্কার। চলতি বছরেই একটি প্রজেক্টের মাধ্যমে অর্থ বরাদ্দ পাওয়া যাবে। আমরা আশা করছি খুব দ্রুতই বাসস্ট্যান্ডটি চালু করতে পারবো।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top