• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কক্সবাজারে আশ্রয়কেন্দ্রে ২ লাখেরও বেশি মানুষ

শাকিল খান | প্রকাশিত: ১৪ মে ২০২৩, ১৯:৪৪

ছবি: সংগৃহীত

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা থেকে রক্ষায় কক্সবাজারে ৭ শতাধিক আশ্রয়কেন্দ্রে ২ লাখ ২৭ হাজার ৪২৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন। রবিবার (১৪ মে) জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা প্রশাসনের কন্ট্রোলরুমের দায়িত্ব থাকা মো. বশির উদ্দিন বলেন, ‘রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কক্সবাজার জেলার ৭ শতাধিক আশ্রয়কেন্দ্রে ২ লাখ ২৭ হাজার ৪২৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে কিছু লোক সকালে বাড়িঘর দেখে আসার জন্য চলে গেছেন। তারাসহ অন্যান্য লোকজন আবার ফিরবেন।’

তবে কক্সবাজার শহরের শেল্টারে আশ্রয় নেওয়া অনেকেই জানিয়েছেন নানান সমস্যার কথা। খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসার কোনো ব‍্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া খাবার ও পানি না পাওয়ারও অভিযোগ করেন অনেকে।

এদিকে কক্সবাজার শহরের উপকূলীয় নাজিরারটেক, সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়াসহ নিম্নাঞ্চল শনিবার রাতে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। সেখানকার অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে পারেননি। তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিতে জেলা প্রশাসনের সমন্বয়ে স্বেচ্ছাসেবকরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজ সকাল সাড়ে ১০টা থেকে কক্সবাজার শহরসহ জেলাজুড়ে বাতাসের তীব্রতা অনেক বেড়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাগর খুব উত্তাল রয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top