• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পাবনায় ডিজিটাল ই-ট্রাফিক ব্যবস্থাপনার উদ্বোধন

পাবনা থেকে | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২১, ১৫:৪৯

পাবনায় ডিজিটাল ই-ট্রাফিক ব্যবস্থাপনার উদ্বোধন

পাবনায় জেলা পুলিশের উদ্যোগে সড়কে বে-আইনি পরিবহন নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষে উদ্বোধন হলও ডিজিটাল ই-ট্রাফিক ব্যবস্থাপনা।সোমবার দুপুরে শহরের জিরো পয়েন্ট পুলিশ লাইনস্ অফিস সংলগ্ন ট্রাফিক চত্বরে এই পদ্ধতির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন খান, অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রোকনুজ্জামান, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ, জেলা ট্রাফিক কর্মকর্তা (টিআই) আবু হেনা মোস্তফা নোমানসহ জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের দায়িত্বরত কর্মকর্তা।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, দেশের বিভাগীয় শহর ও সড়কের গুরুত্বপূর্ণ স্থানে সরকারের ট্রাফিক বিভাগের আইন অনুযায়ী ইতিমধ্যে ডিজিটাল ই-ট্রাফিক পদ্ধতি চালু হয়েছে। এরই অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে জেলা শহর গুলোতে ডিজিটাল মেশিনের মাধ্যমে যানবাহন ও চালককে আইন অমান্য করার সাথে সাথে তাৎক্ষনিক জরিমানা আদায় করতে পারবে এই ডিজিটাল মেশিনের মাধ্যমে। এই পদ্ধতির মাধ্যমে আইনগত হয়রানী বন্ধসহ সড়ক আইন বাস্তবায়ন ও শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলা ট্রাফিক কর্মকর্তা (টিআই) আবু হেনা মোস্তফা নোমানস জানান, সরকারের ট্রাফিক বিভাগের আইন অনুযায়ী একজন চালকের লাইসেন্স না থাকলে ৫ হাজার টাকা, মোটরসাইকেল চালকের হেলমেট না থাকলে ৩ হাজার টাকা, পরিবহনের রেজিস্ট্রেশন না থাকলে ১০ হাজার টাকা, পরিবহনে অতিরিক্ত যাত্রী বহন বা আহরণের জন্য ৩ হাজার টাকা জরিমানা আদায়ের বিধান রয়েছে। তাই সকলকে সড়কের আইন মেনে চলানোর জন্য অনুরোধ জানিয়েছেন জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। এছাড়া সড়কে চলাচলের ক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top