রাজধানীতে ভোরের মুষলধারে বৃষ্টি, রাস্তায় জলাবদ্ধতা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯

কয়েক দিনের প্রচণ্ড ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নেমেছে স্বস্তির বৃষ্টি। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ছয়টার দিকে ঢাকায় অঝোরে বৃষ্টি শুরু হয়, যা চলে টানা সকাল সাতটা পর্যন্ত। এর আগে রাতেও একাধিক দফায় বৃষ্টিপাত হয়।
হঠাৎ মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর মিরপুর, আব্দুল্লাহপুর, কালশী, এয়ারপোর্টসহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও জমেছে হাঁটু থেকে কোমর সমান পানি। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক ও অফিসগামী কর্মজীবীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আরও বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে।
গত দুই দিন ঢাকার আকাশ ছিল ঘোলাটে, গরম ও আর্দ্রতা মানুষকে বিপর্যস্ত করে তোলে। হঠাৎ ভোরের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও জলাবদ্ধতা রাজধানীবাসীর দুর্ভোগ বাড়িয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।