শেরপুরে আকস্মিক বন্যায় সাড়ে ১১ কোটি টাকার ফসলহানি
শেরপুর প্রতিনিধি | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৯

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় রোপা আমনের ৭১০ হেক্টর জমির ধান সম্পূর্ণ বিনষ্ট হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ হাজার ৮৮৫ জন কৃষক। একই সঙ্গে ৬৫ হেক্টর জমির সবজি ডুবে নষ্ট হয়েছে, যার কারণে আরও ১ হাজার ৩৯৭ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরহাদ হোসেন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জানান, রোপা আমন ও সবজি মিলিয়ে ফসলের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি ৫৬ লাখ টাকা।
এরই মধ্যে মহারশি নদীর বাঁধ ভেঙে ১১টি পরিবার গৃহহীন হয়েছে। নদীর তীর রক্ষা বাঁধের প্রায় ১২০ মিটার ভেঙে পড়ায় ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বন্যার পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে ঝিনাইগাতীর মহারশি নদী ও নালিতাবাড়ীর চেল্লাখালী নদীতে দুইজনের মৃত্যু হয়েছে।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন এবং গৃহহীন পরিবারের মাঝে চাল, ডাল ও শুকনো খাবার বিতরণ করেন। সেইসঙ্গে ভাঙা বাঁধ দ্রুত মেরামতের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।