রায়পুরায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন: “হাত ধোয়ার নায়ক হোন”
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৭:০৫

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় পালিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস ২০২৫। এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে শ্রীরামপুরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও হাতধোয়া প্রদর্শনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহরাব হোসেন ভূইয়া, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী আমিনুর রহমান ভূইয়া, মোহাম্মদ মোকলেদুল আলম চৌধুরী এবং একাডেমিক সুপারভাইজার রেবেকা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। হাত ধোয়ার সঠিক পদ্ধতি নিয়ে আয়োজিত প্রদর্শনীতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
বক্তারা বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে অনেক সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। তারা আরও বলেন, “হাত ধোয়ার অভ্যাস শুধু নিজের নয়, পুরো পরিবারের সুস্থতার জন্য অপরিহার্য।”
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।