৩৫ বছর পর রাকসু নির্বাচন: ভোটগ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১১:৪৯

দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষার পর আজ বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২৮ হাজার ৯০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ক্যাম্পাসের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত মোট ১৭টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদ, সিনেটের ৫টি পদ এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৮৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী লড়ছেন।
শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসে মোতায়েন রয়েছে ২ হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র্যাব। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি নজরদারি এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হচ্ছে। ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।