চাকসু নির্বাচনে ভিপি-জিএসসহ ২৪ পদে ছাত্রশিবির জয়ী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৬

সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, অর্থাৎ চাকসু নির্বাচন। টান টান উত্তেজনা শেষে বৃহস্পতিবার ভোরে অনানুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয়লাভ করেছে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।

ভিপি (সহসভাপতি) পদে ৭৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪৩৭৪ ভোট। আর জিএস (সাধারণ সম্পাদক) পদে ৮০৩১ ভোট পেয়েছেন সাঈদ বিন হাবিব, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ২৭১৪ ভোট।

বাকি দুই পদের মধ্যে একটি পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭০১৪ ভোট। অন্য পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। গত বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রায় ২৭ হাজার ৫১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চাকসুর দীর্ঘদিনের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top