শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

রাশেদ খানের পদত্যাগ ও বিএনপিতে যোগদান: যা বললেন নুর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯

সংগৃহীত

নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে বড় চমক! গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করছেন রাশেদ খান। তিনি যোগ দিচ্ছেন বিএনপিতে এবং আসন্ন নির্বাচনে লড়বেন ধানের শীষ প্রতীক নিয়ে।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি জানান, রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মূলত নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবেই দল থেকে তাকে এই অনুমতি দেওয়া হয়েছে। রাশেদ খানও জানিয়েছেন, দলের এই সিদ্ধান্ত তিনি মেনে নিচ্ছেন।

নুরুল হক নুর আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে তাদের দীর্ঘদিনের সমন্বয় ছিল। সেই কৌশলের অংশ হিসেবেই রাশেদ খান বিএনপির সদস্যপদ নিয়ে দলটির প্রার্থী হচ্ছেন। এদিকে নুর নিজে পটুয়াখালী-৩ আসন থেকে গণঅধিকার পরিষদের নিজস্ব প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে লড়বেন। রাশেদ পদত্যাগ করলে দ্রুতই দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top