খুলনায় চিংড়ি কারখানায় অভিযান: সাড়ে ৩৮ মণ ‘পুশ করা’ চিংড়ি জব্দ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৪:১২

খুলনায় আবারও চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে বড় ধরনের অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে খুলনার বয়রার চিংড়ি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান ‘খুলনা ফ্রোজেন ফুডস এক্সপোর্ট লিমিটেড’-এ অভিযান চালিয়ে সাড়ে ৩৮ মণ বা ১ হাজার ৫৪০ কেজি পুশ করা চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর।
জব্দ করা এসব চিংড়ি মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে নষ্ট করা হয়েছে। তবে অভিযানের সময় কারখানার মালিক মুনসুর আহমেদ ও তরু কেউ উপস্থিত ছিলেন না। এখন পর্যন্ত পুশকাজে জড়িত কাউকেই আইনের আওতায় আনা যায়নি।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, উৎপাদন কক্ষের ব্লক সেকশন ও মান নিয়ন্ত্রণ বিভাগে প্রক্রিয়াজাতের সময় চিংড়িতে অপদ্রব্য পুশ করার প্রমাণ মেলে। তারা বলেন,
“বিদেশে রপ্তানির আগে চিংড়ির ওজন বাড়াতে কিছু অসাধু ব্যবসায়ী জেলি ও অন্যান্য ক্ষতিকর পদার্থ পুশ করে থাকে। এতে ওজন বেড়ে বাড়তি মুনাফা পেলেও এটি মানবদেহের জন্য ক্ষতিকর এবং দেশের ভাবমূর্তি নষ্ট হয়।”
কর্মকর্তারা আরও জানান, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি চালানো হলেও এক শ্রেণির ব্যবসায়ী অতিমুনাফার লোভে এখনো এই অনৈতিক কাজ বন্ধ করেনি। নিয়ম অনুযায়ী চিংড়ি কেনার সময় মাথাসহ কেনার বিধান থাকলেও অনেক প্রতিষ্ঠান তা মানে না।
মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর খুলনার সহকারী পরিচালক মো. আবুল হাসান বলেন,
“এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। অভিযানের পর তাদের শোকজ করা হবে। তদন্ত শেষে আইন অনুযায়ী জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
দেশের অন্যতম রপ্তানি পণ্য চিংড়িতে বারবার অপদ্রব্য পুশের ঘটনা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।