• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


চুয়াডাঙ্গার দামুড়হুদা প্রেসক্লাব

নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা থেকে | প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ১৯:১৭

দামুড়হুদা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।

বুধবার সন্ধ্যা ৭ টার দিকে প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত এ অভিষেক ও পরিচিতি সভায় প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যানও প্রেসক্লাবের উপদেষ্টা আলি মুনছুর বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

উপস্হিত ছিলেন, কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান, জেলা পরিষদের সদস্য ও দামুড়হুদা সদর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আ.খালেক।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণত সম্পাদক হয়রত আলী, দেশ ব্রিকস এর পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক হাজী আ: কাদির, কনিকা সীডস্ প্র:কোম্পানির পরিচালক নূরে আলম লিটন, অ্যাডভোকেট মিল্টন, দলিল লেখক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বকুল।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ও দামুড়হুদা মডেল থানার ওসি আ: খালেক সাংবাদিকরা সমাজের দর্পন উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে অভিন্ন ভাষায় বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। দামুড়হুদার উন্নয়নের স্বার্থে আপনাদের লেখনির মাধ্যমে আমাদের সহযোগীতা অব্যাহত রাখবেন।

প্রধান অতিথি আরও বলেন আপনাদের দাবি প্রেসক্লাবের নিজস্ব ঠিকানার জন্য। আপনাদের দাবি পূরণ করা হবে। টাকা যা লাগে আমি দেব।

অবশেষে অতিথিদের ক্রেষ্ট প্রদানের মধ্য দিয়ে অনিন্দ্য সুন্দর হিমেল শান্ত মনোরম মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top