মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

রাজশাহী বিভাগে করোনায় আরও ২ জনের মৃত্যু

রাজশাহী থেকে | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ২৩:৫২

রাজশাহী বিভাগে করোনায় আরও ২ জনের মৃত্যু

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে বিভাগের নাটোরে একজন এবং বগুড়ায় একজনের মৃত্যু হয়। মঙ্গলবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪২৮ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৬৯ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৯ জন, নাটোরে ১৫ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগে নতুন ১৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ৫১ জন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top