শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

গাইবান্ধায় বিধি নিষেধ অমান্য করায় তিন দিনে ১ লক্ষ ৪ হাজার ৪৫০ টাকা জরিমানা 

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৪ জুলাই ২০২১, ০৬:৪১

গাইবান্ধায় বিধি নিষেধ অমান্য করায় কঠোর লকডাউনের তিন দিনে ১ লক্ষ ৪ হাজার ৪৫০ টাকা জরিমানা 

গাইবান্ধায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় গাইবান্ধায় গেল ৩ দিনে ১৮৩ টি মামলায় ১ লক্ষ ৪ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের গঠিত ১৭টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।এর মধ্যে গতকাল ৩ জুলাই পাওয়া তথ্য অনুযায়ী গাইবান্ধার সাত উপজেলায় এক দিনেই ৬৪ টি মামলায় ৫০ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়‌।

এর আগে গত দুই দিনে জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় ১৭টি ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানের সময় স্বাস্থ্যবিধি ও লকডাউনের বিধি-নিষধ অমান্য করায় দায়ে জড়িমানা আদায় করা হয়। এরমধ্যে প্রথম দিন বৃহস্পতিবার ৪৭টি মামলায় জরিমানা করা হয় ২৬ হাজার ২৫০ টাকা ও দ্বিতীয় দিন শুক্রবার দুপুর পর্যন্ত ৭২ টি মামলায় ২৬ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া স্বাস্থ্য ও জনসচেতনা বৃদ্ধিতে প্রচারণা ও প্রশাসনের পক্ষে মানুষের মাঝে মাস্কও বিতরণ করা হয় বলেও জানানো হয়েছে মিডিয়া সেলে।

এ বিষয়ে এন ডিসি এস এম ফয়েজ উদ্দিন জানান, ‘মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির কারণে জরিমানা করা হচ্ছে। আমরা চাই মানুষ প্রশাসনকে ভয় না পেয়ে যেন নিজে সচেতন হয় । এর পরেও মানুষ স্বাস্থ্যবিধি না মানলে আইনের আওতায় আনা হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top