• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ সিরিজের অনুশীলন শুরু

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ আগষ্ট ২০২১, ১৮:২৯

বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ সিরিজের অনুশীলন শুরু

শুরু থেকেই বেশ আলোচনায় ছিল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। করোনাকালীন জৈবসুরক্ষিত পরিবেশকে কেন্দ্র করে ক্রিকেট অস্ট্রেলিয়ার নানা শর্ত নিয়েই মূলত এইআলোচনা। অবশেষে সবকিছু ছাপিয়ে শুরু হচ্ছে মাঠের কার্যক্রম।

রোববার (১ আগস্ট) সকাল ১০টায় অনুশীলনের জন্য মাঠে নেমেছে বাংলাদেশ দল। এর আগে জিম্বাবুয়ে সফর থেকে ফিরে তিন দিনের রুম কোয়ারেন্টাইন শেষ করেছেন তারা। মিরপুর শেরে বাংলায় মাহমুদউল্লাহর নেতৃত্বে ১৭ জনের স্কোয়াড নিয়ে শুরু হয়েছে এই অনুশীলন। বিকেলে অস্ট্রেলিয়ার অনুশীলনে নামার কথা রয়েছে।

দুই দলের ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফদের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসায় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই শুরু হচ্ছে সিরিজের আনুষ্ঠানিক কার্যক্রম। সোমবার (২ আগস্ট) বাংলাদেশ বিকেলে ও অস্ট্রেলিয়া সকালে অনুশীলন করবে। দুই দলের পাঁচ ম্যাচ সিরিজ শুরু হবে ৩ আগস্ট সন্ধ্যা ৬টায়। পরের চারটি ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। প্রতিটি ম্যাচ দিবারাত্রির। সবগুলো খেলাই হবে মিরপুর শেরে বাংলায়।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top