• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কলকাতার বিপক্ষে জিতে আইপিএল জমিয়ে দিলো পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ১৭:৫২

কলকাতার বিপক্ষে জিতে আইপিএল জমিয়ে দিলো পাঞ্জাব

শুক্রবার রাতে কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। এই জয়ে জমে গেলো আইপিএল। এই জয়ে সমান পয়েন্টে কলকাতা, পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সে। অন্যদিকে এক ম্যাচ কম খেলা রাজস্থান রয়্যালসের পয়েন্ট ৮। পরের ম্যাচে তারা জিতলে তারাও যাবে ১০ পয়েন্টে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে কলকাতা আগে ব্যাট করতে নামে। ৭ উইকেট হারিয়ে ভেঙ্কটেশ আয়ার (৬৭), রাহুল ত্রিপাঠি (৩৪) ও নিতিশ রানার (৩১) ব্যাটে ভর করে তারা করে ১৬৫ রান। বল হাতে পাঞ্জাবের অর্শ্বদীপ সিং উইকেট নেন ৩টি আর রবী বিষ্ণোই উইকেট নেন ২টি।

উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে ৮.৪ ওভারেই ৭০ রান তুলে ফেলেন। এরপর আউট হন আগারওয়াল। এরপর লোকেশ রাহুল নিকোলাস পুরান ও এইডেন মার্করাম নিয়ে জুটি গড়ে দলের জয়কে সহজ করে তোলেন। দলীয় ১৬২ রানের মাথায় আউট হন রাহুল। দল তখন জয় থেকে মাত্র ৪ রান দূরে। যাওয়ার আগে ৪টি চার ও ২ ছক্কায় ৬৭ রানের ইনিংষ খেলে যান।

পাঞ্জাব শেষ পর্যন্ত ৫ উইকেট ও ৩ বল হাতে রেখে জয় পায়। শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে শাহরুখ খান জেতান পাঞ্জাবকে। তিনি ৯ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত ১২ রান করেন। কলকাতার বরুণ চক্রবর্তী বল হাতে নেন ২টি উইকেট। ম্যাচসেরা হন পাঞ্জাবের লোকেশ রাহুল।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: আইপিএল


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top