• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পাকিস্তানে টানা দুই বছর সিরিজ আছে নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ০০:৩৪

পাকিস্তানে টানা দুই বছর সিরিজ আছে নিউজিল্যান্ডের

২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তান সফর যাবে নিউজিল্যান্ড। পরের বছর এপ্রিলেও আরেকবার পাকিস্তান ট্যুরে যাবে কিউেইরা। সোমবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০২২ সালের শেষদিকে সফরটি ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ, যাতে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে কিউইরা। এরপর আবার ২০২৩ সালের এপ্রিলে দ্বিতীয় দফা পাকিস্তান যাবে তারা। খেলবে ৫টি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি। তবে ম্যাচের সূচি ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

দ্বিতীয় দফা সফরটি মূলত হবে চলতি বছরের সেপ্টেম্বরে স্থগিত হওয়া সিরিজের বদলি। হঠাৎ নিরাপত্তা শঙ্কায় সফর স্থগিত করে দেশে ফিরেছিল কিউইরা। যেটি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা নিউজিল্যান্ডকে কাঠগড়ায় দাঁড় করানোর হুমকিও দিয়েছিলেন।

তবে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি বেশিদূর গড়ায়নি। আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান মার্টিন স্নেডেনের বৈঠকের পর ইতিবাচক ফল এসেছে।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top