• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২২, ২২:২৪

নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নতুন বছরের প্রথম দিন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। শনিবার (১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় ভোর ৪টায়) মাউন্ড মাঙ্গানুই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে কিউই অধিনায়ক টম লাথামের দলকে ব্যাট করার আমন্ত্রণ জানান সফরকারী কাপ্তান মুমিনুল হক।

ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল। দলীয় ১ রান থাকতেই সাজঘরে ফেরান নিউজিল্যান্ড ওপেনার টম লাথামকে। ১৪ বল খেলে ১ রান করা এই ব্যাটসম্যানকে বাধ্য করেন উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিতে।

এরপর বেশ বড় জুটি গড়েন উইল ইয়ং ও ডেভন কনওয়ে। ৬ চারে ১৩৫ বলে ৫২ রান করে ইয়ং রান আউট হয়ে ফিরলে এই জুটি ভাঙে। এরপর বাংলাদেশকে তৃতীয় বারের মতো সাফল্য এনে দেন শরিফুল ইসলাম।

৬৪ বলে ৩১ রান করা রস টেলরকে সাদমান ইসলামের ক্যাচ বানান তিনি। অন্য প্রান্তে সেঞ্চুরি তুলে নিয়েছেন ডেভন কনওয়ে। ব্যক্তিগত ১২২ রানে মুমিনুলের বলে আউট হন কনবওয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৪৯ রান।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top