• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আইপিএলে আজকের ম্যাচ ব্যাঙ্গালুরু-রাজস্থান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ০৪:১০

আইপিএলে আজকের ম্যাচ ব্যাঙ্গালুরু-রাজস্থান

আইপিএলের চলতি আসরে ফিরতি লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। দুই দলই এখন পর্যন্ত জিতেছেন সমান পাঁচটি করে ম্যাচ। তবে ব্যাঙ্গালুরু খেলেছে আট ম্যাচ, যেখানে রাজস্থানের নামের পাশে ম্যাচ সংখ্যা সাতটি।

যে কারণে নেট রানরেটে এগিয়ে থেকে সমান ১০ পয়েন্ট নিয়েই তিন নম্বরেও অবস্থান করছে রাজস্থান। অন্যদিকে ব্যাঙ্গালুরুর অবস্থান পঞ্চম। মূলত নিজেদের শেষ ম্যাচে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে ৮ ওভারের মধ্যেই হেরে যাওয়ার কারণে নেট রানরেটে ধস নেমেছে ব্যাঙ্গালুরুর।

অবশ্য শেষ পাঁচ ম্যাচের হিসেব করলে রাজস্থানের সমানে-সমানই রয়েছে ফাফ ডু প্লেসির দল। যেখানে দুই দলই জিতেছেন সমান তিনটি করে ম্যাচ, হেরেছে বাকি দুইটি। এর মধ্যে প্রথম সাক্ষাতের ম্যাচে দিনেশ কার্তিকের ঝড়ে রাজস্থানকে ৫ উইকেটে হারিয়েছে ব্যাঙ্গালুরু।

আজকের ম্যাচে তবু একটি পরিবর্তন আনতে পারে তারা। টানা অফফর্মে থাকা ওপেনার অনুজ রাওয়াতকে বসিয়ে দলে নেওয়া হতে পারে রজত পাতিদারকে। এছাড়া সুয়াশ প্রভুদেসাইকে ওপেনিংয়ে খেলিয়ে মহিপাল লমররকে অন্তর্ভুক্ত করে বোলিং শক্তি বাড়াতে পারে তারা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), রজত পাতিদার, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, সুয়াশ প্রভুদেসাই, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ভানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও জশ হ্যাজলউড।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: জস বাটলার, দেবদূত পাডিক্কাল, সানজু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, করুন নায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ওবেদ ম্যাকয়, ট্রেন্ট বোল্ট, প্রাসিধ কৃষ্ণা ও ইয়ুজভেন্দ্র চাহাল।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top