• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


টি-২০ চ্যাম্পিয়নদের সহজেই হারালো অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ০৯:৪৭

টি-২০ চ্যাম্পিয়নদের সহজেই হারালো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতা ইংল্যান্ডকে ওয়ানডে ফরম্যাটে সহজেই হারিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে আজ (বৃহস্পতিবার) দিবারাত্রির প্রথম ওয়ানডেতে ইংলিশদের ২৮৮ রানের লক্ষ্য ৬ উইকেট আর ১৯ বল হাতে রেখেই জয় পায় অস্ট্রেলিয়া।

নতুন ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে তিন ম্যাচ সিরিজে তারা এগিয়ে গেছে ১-০তে।

টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিল অস্ট্রেলিয়া। ডেভিড মালানের দুর্দান্ত সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৮৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা।

অথচ অসি বোলারদের তোপে ১১৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। দুইশর আগে হারায় ৭ উইকেট। তবে একটা প্রান্ত ধরে মালান খেলেন চোখ ধাঁধানো এক ইনিংস। ১২৮ বলে ১২ চার আর ৪ ছক্কায় ১৩৪ রান করে শেষ পর্যন্ত আউট হন মালান। এছাড়া জস বাটলার ২৯ আর শেষদিকে ডেভিড উইলি করেন ৩৪ রান।

জবাবে টপঅর্ডারের তিন হাফসেঞ্চুরিতে জয় পেতে কষ্ট হয়নি অস্ট্রেলিয়ার। ৮৪ বলে ৮৬ করেন ডেভিড ওয়ার্নার, আরেক ওপেনার ট্রাভিস হেড ৫৭ বলে খেলেন ৬৯ রানের মারকুটে ইনিংস। স্টিভেন স্মিথ ৭৮ বলে ৮০ করে বিজয়ীর বেশেই মাঠ ছাড়েন।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top