• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


প্রথম টেস্টে সাকিবকে নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০০:৫৬

প্রথম টেস্টে সাকিবকে নিয়ে শঙ্কা

চট্টগ্রামে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট শুরুর আগের দিন সাকিবকে নিয়ে দেখা দিয়েছে সংশয়। আজ বিকালে স্ক্যান রিপোর্ট আসলেই টেস্ট অধিনায়ক খেলবেন কিনা, সেটি স্পষ্ট হবে।

মঙ্গলবার সকালে পুরো দল যখন অনুশীলনে সাকিবকে তখন যেতে হয়েছে হাসপাতালে। ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে তার পিঠে বল লেগেছিল। এরপর এক্স-রেতে কোনও সমস্যা ধরা পড়েনি। কিন্তু পেশিতে কোনও সমস্যা আছে কি না সেটি জানতেই নতুন করে স্ক্যান করাতে হয়েছে।

এদিন সবার আগে সাকিব মাঠে এসেছিলেন। কোনও ব্যাটিং-বোলিং করেননি। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে নিয়ে চলে গেছেন হাসপাতালে। যদিও কিছুক্ষণ পর মাঠে ফিরে এসেছেন। পুরো দলের অনুশীলন শেষে ২০ মিনিটের মতো ব্যাটিংও করেছেন। এই সময় তার ব্যাটিংয়ে কোনও ধরনের অস্বস্তি ধরা পড়েনি। যদিও প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, সাকিবকে পর্যবেক্ষণে রাখার কথা।

সাকিবের ইনজুরির অবস্থা নিয়ে রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘সাকিবকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। সে ব্যাটিং করেছে। বিকেলে রিপোর্ট আসার পর আমরা সিদ্ধান্ত নেবো।’

সোমবারও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব বাংলাদেশ দলের অনুশীলনে এসেছিলেন। তবে ব্যাটিং-বোলিং অনুশীলন করতে দেখা যায়নি। ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেই হোটেলে ফিরে গেছেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top