• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ওয়ানডেতে গিলের ডাবল সেঞ্চুরি

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৩, ০৯:৩৩

শুবমান গিল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করলেন শুবমান গিল। পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান ও সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এই ডাবল সেঞ্চুরি করলেন তিনি।

হায়দ্রাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত, দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল উদ্বোধনী জুটিতে গড়েন ৬০ রান। ব্যক্তিগত ৩৪ রান করে সাজঘরে ফেরেন রোহিত। শেষ ৪ ম্যাচে ৩ সেঞ্চুরি করা ভিরাট কোহলিও ইনিংস বড় করতে পারেননি। মাত্র ৮ রান করেই স্যান্টনারের বলে বোল্ড সাজঘরে ফেরেন ভিরাট।

আরও পড়ুন: বিজয় কি-বোর্ড ব্যবহারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মান্না

এই ইনিংসের মধ্যে দিয়ে এক দিনের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে দ্রুত ১০০০ রান করেন গিল। এর আগে ভিরাট কোহলি ২৪ ইনিংসে ১০০০ রান করেছিলেন। শুভমন মাত্র ১৯ ইনিংসে সেটা করে দেখালেন।

১৪৯ বলে ২০৮ রানের মহাকাব্যিক ইনিংস খেলে থেমেছেন এই ডানহাতি ব্যাটার। তার এই ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ১৯টি চার। গিলের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে কিউইদের সামনে ৩৫০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। ওয়ানডেতে গিলের আগে ডাবল সেঞ্চুরি করেছেন আরও চার ভারতীয় ব্যাটার। তারা হলেন- শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেভাগ, রোহিত শর্মা ও ইশান কিশান। এদের মধ্যে রোহিতের রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে রোহিতের করা ২৬৪ রানের ইনিংসটিই ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top